প্রাইমারি স্কুলে পড়া কাজিনে বাসায় আসছিলো। জিগাইলাম, "কি খবর কেমন আছো। পড়া লেখা কেমন চলে?"
খুব বড় বড় ভাব নিয়া পুচকি কইলো "আর বইলো না, ক্লাসে একটু প্রব্লেম যাচ্ছে"
"কি প্রব্লেম?"
> "আরে বুঝোনা......... ক্লাসে এজ ইউজাল যা হয় আরকি"
ঠিক বুঝলাম না, ক্লাসে এজ ইউজাল আবার কি প্রব্লেম হয়!!! তাই আবার জিগাইলাম, "আরে পুরা কাহিনী কও কি প্রব্লেম ক্লাসে?"
> "আর বইলো না আমাদের ফার্স্ট গার্লের bf টা ইদানিং খুব প্রব্লেম করছে আমার সাথে, আর ভাল্লাগে না!!!!!!!!"
আমিতো খাড়ায় তব্দা খাইছি, কয় কি এই পুচকি মাইয়া। এখনো প্রাইমারী ছাইড়া মাধ্যমিকে যায় নাই এর আগেই এগো ক্লাসের ছেরীডি bf ও জুটায়ালাইছে, আবার বান্ধবীর বিএফ তার জিএফ এর ফ্রেন্ডের লগে লাইন মারবার চায়..!!! — feeling পুরাই ডিজিটাল.
খুব বড় বড় ভাব নিয়া পুচকি কইলো "আর বইলো না, ক্লাসে একটু প্রব্লেম যাচ্ছে"
"কি প্রব্লেম?"
> "আরে বুঝোনা......... ক্লাসে এজ ইউজাল যা হয় আরকি"
ঠিক বুঝলাম না, ক্লাসে এজ ইউজাল আবার কি প্রব্লেম হয়!!! তাই আবার জিগাইলাম, "আরে পুরা কাহিনী কও কি প্রব্লেম ক্লাসে?"
> "আর বইলো না আমাদের ফার্স্ট গার্লের bf টা ইদানিং খুব প্রব্লেম করছে আমার সাথে, আর ভাল্লাগে না!!!!!!!!"
আমিতো খাড়ায় তব্দা খাইছি, কয় কি এই পুচকি মাইয়া। এখনো প্রাইমারী ছাইড়া মাধ্যমিকে যায় নাই এর আগেই এগো ক্লাসের ছেরীডি bf ও জুটায়ালাইছে, আবার বান্ধবীর বিএফ তার জিএফ এর ফ্রেন্ডের লগে লাইন মারবার চায়..!!! — feeling পুরাই ডিজিটাল.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন