সোমবার, ২৮ অক্টোবর, ২০১৩

কচ্ছপের গতির ভার্সিটির স্টুডেন্ট

গত ৫-৬ বছরে ফেসবুকে বিভিন্ন “বুদ্ধিজীবীদের” লেখায় যা বুঝলাম,

মেধার দৌড়ে আগায়া থাকায় পাবলিক ভার্সিটিতে(Ex: DU, CU, JU but not NUB) পড়া পোলাপাইনে মরে মেধার অহঙ্কারে।

বাপের টাকার জোরে প্রাইভেট ভার্সিটিতে পড়া পোলাপাইনে মরে টাকার গরমে।

আর মেধা & টাকা দুইটার নিন্মচাপের কারনে কোথাও চান্স না পাইয়া কচ্ছপের গতি জাতীয় ভার্সিটিতে পড়া পোলাপাইনে নিজেরাই নিজেগোরে পঁচায়া মাইরালায় ...........
 — feeling কচ্ছোপের ভার্সিটির ছাওয়াল.

শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৩

পার্ট

বেশির ভাগ বাঙ্গালির একখান কমন পার্ট দেখলাম....

ঢাকা থেকে কেউ গেরামে গেলে এমন ভাবে দাত ভাংগা শুদ্ধ কয় আরেকটু হইইলে দাঁতই খুইল্লা চইলা আসার দসা!!

গেরাম থেকে কেউ ঢাকায় আইলে এতো তাড়াতারি এতো ইসমার্ট হইতে যায় যে হাব ভাবে মনেহয় ওয় গেরাম থেকে না আম্রিকার থে আইছে....!!

আর কেউ যদি উপরয়ালার রহমতের দৃস্টিতে ইনক্লুড হইয়া একবার ইউরোপ আম্রিকা যাইতে পারে তাইলে তো মনেহয় উনি থার্ড ওয়ার্ল্ডের মানুষ কি জিনিস তাই চিনে না!!!!!!! নামই শুনে নাই...!!

( বিঃদ্রঃ সবাইকে বলি নাই তবে বেশির ভাগকেই এমন দেখছি। )

বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৩

পাত্র পাত্রি টগানী

বিয়ার টাইম আইলে পোলা টোগায় ভালো মাইয়া, মাইয়া টোগায় ভালো পোলা......
সবাই নিজের চেয়ে ভালো পার্টনার চায় কিন্তু কেউ কাউরে টোগায়া পায়না।

পাইবি কইত্তে? তুই নিজে যেমন পাইবিইয়োতো তেমন। (এইডা তো কুরআনের সূরা নূহর ২৬নং আয়াতেই বইলা দিছে)

তাইলে হুদাই আর নিজের চেয়ে ভালা টোগাইতে যাছ কেরে?
 — feeling angry ( ৫বার ব্রেকাপ করা ফ্রেন্ডের কাঙ্খিত পাত্রীর রিকোয়ারমেন্ট শুইন্না).

বুধবার, ৯ অক্টোবর, ২০১৩

প্রাইমারি স্কুলে পড়া কাজিনে বাসায় আসছিলো

প্রাইমারি স্কুলে পড়া কাজিনে বাসায় আসছিলো। জিগাইলাম, "কি খবর কেমন আছো। পড়া লেখা কেমন চলে?"

খুব বড় বড় ভাব নিয়া পুচকি কইলো "আর বইলো না, ক্লাসে একটু প্রব্লেম যাচ্ছে"

"কি প্রব্লেম?"

> "আরে বুঝোনা......... ক্লাসে এজ ইউজাল যা হয় আরকি"

ঠিক বুঝলাম না, ক্লাসে এজ ইউজাল আবার কি প্রব্লেম হয়!!! তাই আবার জিগাইলাম, "আরে পুরা কাহিনী কও কি প্রব্লেম ক্লাসে?"

> "আর বইলো না আমাদের ফার্স্ট গার্লের bf টা ইদানিং খুব প্রব্লেম করছে আমার সাথে, আর ভাল্লাগে না!!!!!!!!"

আমিতো খাড়ায় তব্দা খাইছি, কয় কি এই পুচকি মাইয়া। এখনো প্রাইমারী ছাইড়া মাধ্যমিকে যায় নাই এর আগেই এগো ক্লাসের ছেরীডি bf ও জুটায়ালাইছে, আবার বান্ধবীর বিএফ তার জিএফ এর ফ্রেন্ডের লগে লাইন মারবার চায়..!!!
 — feeling পুরাই ডিজিটাল.

মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৩

মফস্বল থেকে আসা দুই খালতো বোন

আমার বোনের এক ক্লোজ বান্ধবী বাসায় আসলো সাথে মফস্বল থেকে আসা তার দুই খালতো বোন কে নিয়ে। ঐ দুই খালতো বোনকে নাস্তা আর টিভির রিমোটটা দিয়ে দুই বান্ধবী কথা বলছিলো। তো ঐ দুই খালতো বোনের একজন টিভির রিমোট চাপতে চাপতে বলল,

" আপু আপনাদের টিভিতে 'জলসা' কত নম্বর চ্যানেলে?"

আমার বোনে বলে, " জলসা ভাল লাগে না তাই দেখিও না, এই কারনে টিভিতে জলসার চ্যানেল রাখি নাই"

এই কথা শুনার পর দুই খালতো বইনে এমন এক্সপ্রেশন দিলো মনেহয়, কি এক ক্ষেইত্তাগো ঘরে আইলাম, স্টার জলসাই দেখেনা....!!!!!!! এডি ঘরে তাইলে টিভি রাখছে কি করতে...!!!!!
 — feeling পুরাই ক্ষেত.

বুধবার, ২ অক্টোবর, ২০১৩

খারাপ ভালো চিনার উপায়

দুনিয়াতে যাদের উপরের বেশভূসা, কাজ কর্ম দেখে মনে হবে লোকটা খারাপ তারা আসলেই খারাপ (কর্মেই পরিচয়)

আর যাদের উপরে বেশভূসা কাজ কর্ম দেখে মনে হবে খুব ভালো, হেতেরা খারাপ মাইনষের চেও বেশি খারাপ। (এখন বুঝবেন না, পরে টের পাইবেন)