রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

ঢাকা ভালা না, ঢাকার মানুষ ভালা না

ঢাকা ভালা না, ঢাকার মানুষ ভালা না, ঢাকায় পানি নাই, কারেন্ট নাই, গাছ নাই, শান্তি নাই, মানুষ বেশি,খুন খারাপি বেশি, চোর বাটবার বেশি, জ্যাম বেশি, দূষন বেশি, ঢাকার মেয়েরা খারাপ, ঢাকার ছেলেরা ফ্রড, ঢাকার বাপ গুলা ঘুষখোর, মা গুলা হিন্দি সিরিয়াল খোর, মানুষ গুলা যান্ত্রিক তাদের কোন সুস্থ মন নাই........................................ and many more.....

আমিও তো তাই কই। তাইলে ভাই এই খারাপ শহরে আহেন কেরে? হুদ্দাই জ্যাম বাড়ান।

উত্তরে যদি হয় "ঠেকায় পড়ে আসি" তাইলে একখান আঞ্চলিক প্রবাদ মনে করাইয়া দেই 
"যেই প্লেটে খান ওই প্লেটে বমি করা ভালা না"

খাবার খারাপ হইতেই পারে। খারাপ টেস্ট পাইলে সরে যান। পেট ভইরা খাওয়ার পর আবার গাইল্লান কেরে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন