শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৩

রাত ২টা বা আড়াইটার সময়

রাত ২টা বা আড়াইটার সময় হঠাৎ বাহিরে দুড়ুম দাড়াম আওয়াজ সাথে উপর থেকে গ্লাস ভেঙ্গে পড়ার আওয়াজ তার সাথে নিচে কে যেন চিল্লাচ্ছে “ঐ বিল্ডিং ভাইংগা পড়তাছে!!!!!!!”

কইলজার পানিতো সেকেন্ডের ভিতরে বায়বীয় হইয়া গেছে, কি হুনলাম!!! আমি থাকি দোতালায়। ৬ তলা বিল্ডিং ভাইঙ্গা পড়লে এই বাংলাদেশে আমার লাশ বাহির করতে করতে ততদিনে লাশ গইল্লা জুস হইয়া যাইবোগা।

ফিল্টারের পানির দিকে চাইয়া দেখি পানি নড়ে না মানে ভূমিকম্প হচ্ছে না, তাইলে বিন্ডিং পড়বো কেরে!!!! হাউকাউ একটু থামার পর দারোয়ানকে জিগাইলাম, কিরে কাহিনী কি? কোন বিল্ডিং ভাইংগা পড়ে?

দারোয়ান কয়, “ভাই আর কইয়েন না পাশের বিল্ডিং এর ৪তলায় (পাশের বিল্ডিং টা একটু হাল্কা পাতলা গড়নের) বউ জামাই এ ঝগড়া লাগছে। ওগো দাপড়া দাপড়ির আওয়াজে মনেহইলো কেডায় জানি বিল্ডিং এ হাতুড়ি দিয়া বাইড়াইতাছে, তার উপর রাগ কইরা মনেহয় গ্লাসের জিনিস পত্র বাহিরে উরা মারছে। নিচে ঐ গ্লাস ভাইঙ্গা পড়ার আওয়াজে ঐ বাড়ির দারোয়ান ভাবছে বিল্ডিং ভাইঙ্গা পড়তাছে। ওই চিল্লায় এলাকা পুরা মাথায় উঠায়া ফালাইছে, আমিও প্রত্থম ডরে দৌড়ায়া রাস্তায় গেছিলামগা। পরে উপরে চায়া দেখি এই কাহিনী!!!!!”

বুঝিনা এই অমাইনষের বাচ্চডিরে বিয়া করায় কোন মাইনষে 
হারাদিন বাদ দিয়া ওগো রাইত ২টয়ার সময় এলাকা মাথায় তুইল্লা কিলাকিলির টাইম হয়!!!!!! কিলাকিলিই যখন করবি তো বিয়া করছ কেরে...
 — feeling sleepy & কাচা ঘুমে মেজাজ খারাপ.

শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৩

better JUDGEMENT for রেপিস্ট......

গনধর্ষনে মুমুর্ষ অবস্থায় থাকা কোন মেয়েকে যদি better treatment এর জন্য সিঙ্গাপুর পাঠানো যায় 

তাহলে রেপিস্ট গুলারেও ২দিন পর জামিন পাওয়ার জন্য কারাগারে না পাঠায়া সৌদি পাঠানো উচিৎ for better JUDGEMENT......

সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৩

ভালবাসা কেন এমন হয়

"ভালবাসা কেন এমন হয়"........ "ভালবাসা কেন এত কস্ট দেয়"......... "ভালবসা কেন এত কাঁদায়"...

ডরায়েন না, এডি আমার ডায়ালগ না। হোম পেজে কিছু লাভলু-লাভলির ডায়ালগ।

ছেলেদের সাথের ফ্যাশন আইটেম মানে "গার্ল ফ্রেন্ড" আর মেয়েদের সাথের সিদা সাদা শরীফ কুত্তা মানে "বয় ফ্রেন্ড" এর খাই-খাই, নাই-নাই, আরো চাই মার্কা ভালবাসার দিকে চাইলে "ভালবাসা কেন এমন হয়" ই মনে হইবো।

ল্যাদা কাল থে বাপ মায় কি করছে ঐ দিকে চাও বুইজ্জালবা 
"ভালোবসা আসলে কেমন হয়"

রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

ঢাকা ভালা না, ঢাকার মানুষ ভালা না

ঢাকা ভালা না, ঢাকার মানুষ ভালা না, ঢাকায় পানি নাই, কারেন্ট নাই, গাছ নাই, শান্তি নাই, মানুষ বেশি,খুন খারাপি বেশি, চোর বাটবার বেশি, জ্যাম বেশি, দূষন বেশি, ঢাকার মেয়েরা খারাপ, ঢাকার ছেলেরা ফ্রড, ঢাকার বাপ গুলা ঘুষখোর, মা গুলা হিন্দি সিরিয়াল খোর, মানুষ গুলা যান্ত্রিক তাদের কোন সুস্থ মন নাই........................................ and many more.....

আমিও তো তাই কই। তাইলে ভাই এই খারাপ শহরে আহেন কেরে? হুদ্দাই জ্যাম বাড়ান।

উত্তরে যদি হয় "ঠেকায় পড়ে আসি" তাইলে একখান আঞ্চলিক প্রবাদ মনে করাইয়া দেই 
"যেই প্লেটে খান ওই প্লেটে বমি করা ভালা না"

খাবার খারাপ হইতেই পারে। খারাপ টেস্ট পাইলে সরে যান। পেট ভইরা খাওয়ার পর আবার গাইল্লান কেরে?

সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৩

অভিজ্ঞতা নাই তাই

অভিজ্ঞতা নাই তাই চাকরী দেয় না, চাকরী দেয়না তাই অভিজ্ঞতা হয় না। অভিজ্ঞতা হয় না তাই................... — listening to এই পথ যদি না শেষ হয় তবে বিয়া করুম কেমনে বলতো.

বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৩

নারী আসলেই বড় রহস্যময়ী

Once upon a time ফেসবুক চ্যাটিং এ এক রমনী আমাকে আরেক রমনীর ছবি দিয়া কহিলো, দেখতো মেয়ে টা কেমন?

আমি কইলাম, হু সুন্দর আছে। আমার লাইজ্ঞা পাত্রী হিসাবে দেখছো নাকি?

রমনীর উত্তর,

ফাজিল পোলা, কোন সুন্দরী মেয়ে দেখলেই খালি বিয়া করতে মনেচায়? নিজের চেহারা আয়নায় দেখছো? এই ছবিটা দেখায়া একটু টেস্ট করে দেখলাম তোমার স্বভাব কেমন। বুঝা হইয়াগেছে। হালা লুইচ্চা কোনহাঙ্কার.....!!!

এমন রিয়েক্ট করলো মনেহয় আমি কোন পোলার সামনে তার গার্ল ফ্রেন্ডরে বিয়ার প্রস্তাব দিছি!!!! হইতেও পারে, আজকাল তো পোলা পোলা, মাইয়া মাইয়া প্রেম চলে। so মাইয়ার gf এর দিকে নজর দিলে তো চেতবই। পুরাই তব্দা গেছিলাম....

আইজগা লগইন করতেই আরেক রমনীর মেসেজ। ওপেন করে দেখি একটা মেয়ের ছবি নিচে লেখা একে কেমন লাগে?

আমার সেই once upon a time এর অভিজ্ঞতার কথা মনে পইরা গেল। এইবার আর গাইল খাওনের রিক্স লমুনা, যুগতো বহুত পাল্টাইছে।

কইলাম, “তোমার জন্য? অবস্থা তাইলে এই?”

রমনীর উত্তর এর সারমর্ম এমন, “ছিঃ আমিতো মেয়েটার ছবিটা দিয়ে একটু টেস্ট করে দেখছিলাম আপনি কি, মেয়েদের প্রতি আকর্ষন কাজ করে কিনা,আজকাল তো ছেলে-ছেলেও অনেক কিছু হয়। যা ভাবছিলাম। ব্যাটা ফাজিল, গে কোনহানকার... এই জন্যই কোন মেয়ের কাছে মেয়ের ছবি দেখলেই মাথায় খালি এইসব ঘুরে? পজেটিভ কিছু মাথায় কাজ করে না। ছিঃ শালা গে.. কু*** টু... টু.. টু.. টু.. টু.......... ওয়াক থু....”
 — feeling নারী আসলেই বড় রহস্যময়ী... কখন যে কি কইতে চায় আর কি যে বুঝাইতে চায় আল্লাহ মালুম.