মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০১৪

মাইয়া বিয়া দেয়া

ল্যাদা কালে মাইয়া বিয়া দেয়ার পর এক দাদীকে বলতে শুনছিলাম, “দোয়া করি কারো ঘরে যাতে মাইয়া পয়দা না হয়!!!”

ব্যাপারটা তখন বুঝি নাই তবে এখন পাড়াপড়শী, আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের ভিতরে যারা বা যাদের ঘরে মাইয়া বিয়া দিছে বা দিবে তাদের বিবাহ পূর্ববর্তী কান্ডকাহিনী দেখে মনেহয় একটু আধটু বুঝতাছি।

মেয়ের যদি এফেয়ার থাকে তো মাইয়ারে বিয়া দিতে কোন প্রবলেম থাকার কথা না মেয়ে রাজি কিন্তু ফ্যামেলি রাজি করতে ঘরের ভিতরে মাশাল্লা অনেক দিন অশান্তি বিরাজ করাইতে হয়।
আর আশেপাশের মাইনষের কাছে এই এফেয়ারে খবর ফাঁস হইয়া গেলে কাম সারা।

এই মেয়ে প্রেম করে সো মাইয়া ভালা না/চরিত্র খারাপ/ফ্যামেলি উদাশীন, পোলাপাইনেরে গাইড দেয় না/ এইসব ফ্যামেলি থেকে শিখে তার মানে ফ্যামেলিও ভালো না!!!!!!!! এইবার ছেলে পক্ষ মেয়ের এলাকায় খোঁজ খবর নিতে আইলে এই সব কথা শুনে লাগে একখান মহা পেজগী!! সাথে এলাকায় মানসম্মান নিয়া টানা টানি, হাজারটা কথা শুনতে হয় পরিবারকে।

আবার মেয়ের যদি এফেয়ার না থাকে তো সেটা খুব ভালো, লক্ষ্মী মেয়ে, স্বভাব চরিত্রও চালো। মেয়ে ভালো তো ফ্যামেলিও ভালো। সবই যখন ভালো তো আসেও ভালো সমন্ধ মগর মাইয়া বিয়ার কথা হুনলেই ফ্যাছ ফ্যাছাইয়া কান্ধন শুরু করে সাথে ইমশোনাল ব্লেক মেইল “আমারে তোমগো বোঝা মনে হয়? দাও যার সাথে মন চায় বিয়া দেও। আমারে কোন ছেলের ছবি টবি দখানোর দরকার নাই। জামাইর বাড়ি যাইয়া আর আসমু না, থাইকো শান্তিতে!!!!!!”

বাপ মাও চিন্তায় পইড়া যায়, মাইয়ার কথার পাল্লায় পইড়া ভালো পাত্রডারে হাত ছাড়া করুম? পরে যদি ভালো পাত্র না পাই? আবার মাইয়া কথায় বেশি দেরী করে ফেললে দেখা যায় তখন আবার ভালো বিয়ার প্রস্তাব আসার অফ হইয়া যায়। বিয়েতেও দেরি হয়ে যায়।

এর ভিতিরে যদি বড়ডারে থুইয়া মাইজ্ঝাটা পইতালি কইরা BF রে বিয়া কইরা ফালায় তাইলেতো আরেক কেয়ামত!! এবার আবার পাড়া পড়শীর খোঁচা শুরু!!! মেয়ের নিশ্চই কোন সমস্যা আছে, বা কোন কাহিনী আছে নাহলে এখনো বিয়ে হয় না ক্যান!!! বড়ডার আগে ছোটটার বিয়া হইলো ক্যান!! ব্লা ব্লা ব্লা!!

শেষ পর্যন্ত অবশ্য এরেঞ্জ মেরিজ/ লাভ মেরিজ/ ভাইজ্ঞা মেরিজ সব মেরিজই হয় তয় ঐ ফ্যামেলির জান ত্যাজপাতা হইয়া যাওয়ার পরে। (২-৪টা এক্সেপসনাল থাকতে পারে সেটা এক্সাম্পল না)

সত্যি না মিথ্যা জানি না কার কাছে জানি শুনছিলাম, যেই বাপ-মা তিন মেয়েকে কোন কস্ট না দিয়ে ঠিক ভাবে ভরণ পোষন করে বিয়ে দিতে পারে সে নাকি চ্যালচ্যালাইয়া জান্নাত যাবে।

আসলেই জান্নাত পাওয়া এতো হস্তা না, কস্ট আছে 

(চিন্তা করতাছি বিয়ার পর মাইয়া পয়দা না হইলে কয়ডা মাইয়া এডপ্ট লমু  ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানীতে এ কাজের কিছু অভিজ্ঞতা আছে, ভ্যাজাল সামলানি ম্যাটার না, জান্নাত বুকিং দেওয়াটা ম্যাটার   )

সোনালীব্যাংক এ টাকা চুর

সোনালীব্যাংক এ টাকা চুর সোহেল সাব, "ধুম-৩" মাত্র কয়দিন আগে বাহির হইছে। তাছাড়া "গোলমাল-৩", "কৃশ-৩", "রাজ-৩", "ধুম-৩" এমন কি স্যামসং ও তাদের লেটেস্ট সেট এর নাম থুইছে "গ্যালাক্সি নোট-৩"..... মানে সব থ্রি এর ফ্লো যাচ্ছিলো, সো আপনার এখনি "ধুম-৪" করা উচিৎ হয় নাই তাই ফ্লপ খাইছেন। 

এখনো "ডন-৩" এর আসন টা খালি আছিলো। তাছাড়া ডন এর ডায়ালগটাও আপনার জাতীয় সঙ্গীত হিসেবে সুইটেবল ছিলো,
"গারা মুলকো কি পুলিশ তো ম্যারা পিছা কাররাহি হে লেকিন এক বাত সামাঝ লো, ডন কো পাকাড়না মুশকিলই নেহি না মুমকিন হ্য"

ডিম থেরাপি খাইয়া থানা থেকে বাহির হইলে আগামীবার "ধুম" বাদ দিয়া "ডন" মুভি ফলো কইরেন, আশা করি ভালো ফল পাইবেন। বেস্ট অফ লাক

রবিবার, ১৯ জানুয়ারী, ২০১৪

চোরের মন পুলিশ পুলিশ

এক আফার সাথে চ্যাট হচ্ছিলো। আফায় কইতাছে, “আমি কয়দিন ধরে খালি সিনেমা দেখি”

আমিঃ “একদিন তোমার কাছ থেকে মুভিগুলান নিমু টাইম পাস হয় না”

> “hmm নিও, পার মুভি ৫টাকা তার আগে ZNMD দেখে শেষ করবা (বিঃদ্রঃ এই মুভিটা দেখলে আমার ঘুম আসে)”

< “৫টাকা দিতে সমস্যা নাই মগর ZNMD দেখতে পারুম না”

> “ঐটা দেখতেই হবে,তুমার গান্ধা চোখ কে উন্নত করার জন্য”

< “লাগবো না তোর মুভি এর থে ঘুম যাওয়া ভালা”

> “এহ !! জানি তো কি তুমার পছন্দ !! কিত্না গান্ধা !!”

< “গান্ধার কি আছে!!! তুমি মনেহয় দেহো না? এহ আইছে সাধু”

> “আমি দেখি না আমার পিসি তে কুনো পর্ন নাই !!”

< “আমি পর্ন এর কথা কখন কইলাম   ”

এইবার দেখছেন নি কারবার? চোরের মন পুলিশ পুলিশ কারে কয়? গান্ধা মুভি বলতে আমি বুঝছি অতি খোলামেলা ড্রেসাপের বা ইমরান হাসমীর টাইপ মুভির কথা বলতেছে আর আফায় দেখি আরো ২ডিগ্রী আগানো, ডাইরেক্ট পর্ণ এ গেছেগা!!!!!!
 — feeling পুরাই মখা কাম এরশাদ.

শনিবার, ১৮ জানুয়ারী, ২০১৪

“মেকাপ মেইক্স এ গার্ল ফরেনার”

মূল বাক্যঃ “প্র্যাকটিস মেইক্স এ ম্যান পারফেক্ট”

নতুন এডিশনঃ “মেকাপ মেইক্স এ গার্ল ফরেনার”

এক ফ্রেন্ডের বিয়াতে ভাবিরে দেইক্ষা এই উপলব্ধিই হইলো  

বুধবার, ১৫ জানুয়ারী, ২০১৪

অর্থনীতির চাহিদা যোগান

ল্যাদা কাল থেকে অর্থনীতির চাহিদা যোগানের একটা কমন সূত্র পড়ে আসছি,

“পারিপার্শিক অবস্থা ঠিক থাকলে, চাহিদা বাড়লে যোগান বাড়ে চাহিদা কমলে যোগানো কমে”

এখন ইকনোমিক্সয়ে নতুন এই সূত্র এড করা উচিৎ,

“পারিপার্শিক অবস্থা ঠিক থাকলে, টাকা বাড়লে সুখ ডিব্বা উতলাইয়া পড়ে, আর টাকা কমলে সুখ ডিব্বার তলায় যাইয়া ঠেকে”
 — feeling ডিজিটাল অর্থনীতিবিদ.

মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০১৪

দুইটা নেটোয়ার্ক খুবই ফার্স্ট

দুনিয়ায় দুইটা নেটোয়ার্ক খুবই ফার্স্ট।

১. ইমেল
২. ফিমেল

মিনিটের মধ্যে এক জায়গায় কথা আরেক জায়গায় পৌছায়া দেয় 

শনিবার, ১১ জানুয়ারী, ২০১৪

LOL

এক ছেলের স্টাটাস
“আচ্ছা LOL মানে কি!!?”

তার স্টাটাসে প্রায় ১৫-২০টা কমন কমেন্টস

“এইডাও জানছ না....... lol”

“লল রে লল”

“পুরাই lol”

“LOL  ”

“LOL এইডা কি হুনাই লি!!!!”

মাইনষের লোলামির কারনে বেচারার আর LOL এর অর্থ জানা হইলো না। হাহহা LOL 
 — feeling LOL.

রবিবার, ৫ জানুয়ারী, ২০১৪

ওরে হাসিনা

মহা জ্বালায় পড়লাম দেখি। 

ভোট দিতে গেলে মাইনষে কইবো তুই আওয়ামিলীগ সাপর্টার, মানে "তুই মানুষ না, গন্ত্রান্ত্রিক স্বৈরাচার...!!!!!!!"

আওয়ামিলীগতো জিত্তাই গেছে তো রিস্ক নিয়া একতরফা ভোট দিতে গিয়া লাভ কি? 

কিন্তু না দিতে গেলে কইবো খালেদার কথা শুইন্না ভোট দেয়া থেকে বিরত থাকছি, মানে আমি বিম্পি-জামাত। "তুই রাজাকার, তুই রাজাকার...!!!!!!!!"

ওরে হাসিনা, 
পেজগী বাঁধানের বুঝি আর কোন জায়গা টোগায়া পাইলি না  

শুক্রবার, ৩ জানুয়ারী, ২০১৪

"লাভলু কিশোর কাপল"

খবরঃ আজ ভোরে হাতির ঝিলে এক "লাভলু কিশোর কাপল" সুইসাইড করার জন্য পানিতে ঝাপ দেয়। এক ভ্যান চালক তা দেখতে পেয়ে তার ভ্যানের দড়ি পানিতে ফেলে আর "লাইলী" ঐ দড়ি ধরে পাড়ে উঠে আসে!!!! আর "মজনু" ততক্ষণে পানিতে তলিয়ে ইনালিল্লাহ হয়ে যায়!!! 

মন্তব্যঃ টাইটানিকেও ডুইব্বা মরে পোলা, হাতির ঝিলেও ডুইব্বা মরে পোলা!!!!!! ফাইজলামী নাকি? সুইসাইডের জন্য দুইজনে লাফ দিলি তাইলে লাইলী আবার দড়ি ধইরা উইঠা আইলি ক্যান 

এটা সুষ্ঠ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের সুইসাইড হয় নাই। সুইসাইডেও এক তরফা স্বৈরাচারী নীতি? এখানে সুক্ষ কারচুপির মাধ্যমে মজনুরে মাইরা লাইলী হাতির ঝিল থেকে গোছল কইরা আইছে!!
আমি এর তীব্র নিন্দা ও ফ্রতিবাদ জানাই। এবং একবার ঝাপ দিয়া না মরলে "আলাবু থুক্কু মুক্কু" কইয়া আবার ঝাপ না দেয়াটা কেনো অবৈধ ঘোষনা করা হবে না, লাইলীর কাছে ঝাতি এর উত্তর ঝানতে চায় ...