রবিবার, ২৮ এপ্রিল, ২০১৩

রোজার ঈদ অনুস্ঠানমালা…২০১৩

ঈদ অনুস্ঠানমালা…

এবার ঈদে প্রতিটি টিভি চ্যানেলের পাশা পাশি রাজপথেও আছে স্পেশাল ঈদ অনুস্ঠান।

১৩ ও ১৪ তারিখ জামাত শিবির পরিচালিত পুলিশের লাঠি দিয়া পুলিশরে পিডানো ও ভাংচুর মুলক রেসলিং খেলার অনুস্ঠান, " একটানা হরতাল…"

পরিবেশিত হবে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সৌজন্যে।

বিএনপি পরিচালিত হুমকি ধামকি মূলক অনুস্ঠান, " ঈদের পর কঠোর আন্দোলন"
কিছুই পরিবেশিত হবে না কারন পরিবেশন হবার আগেই বিলবোর্ড সব দখল হইয়া গেছেগা…!!

আওয়ামিলীগ পরিচালিত ঈদ পরবর্তি বিশেষ ঘাড় ত্যাড়ামী মূলক অনুস্ঠান, " তত্বাবধায়ক দিমু না, যা মন চায় কর গিয়া"

পরিবেশিত হবে উন্নয়নের জোয়ার বিলবোর্ডের সৌজন্যে…

জাতীয় পার্টি পরিচালিত ঈদ স্পেশাল কনফিউশন মুলক অনুস্ঠান, " এরশাদ ও নারীর মন বুঝা বড় দূষ্কর"

স্পন্সরেরাও কনফিউশনে আছে বিধায় ইহা বিরতীহীন ভাবে প্রচারিত হবে…