সোমবার, ৪ জুন, ২০১২

***পাত্রী খোঁজের গাণিতিক সূত্র***


সম্প্রতি জেনেভা স্কুল অব বিজনেসের গবেষকরা দা...বি করেছেন, তারা আদর্শ পাত্রী খুঁজে বের করার গাণিতিক সূত্র উদ্ভাবন করেছেন।
গবেষকদের মতে,
আদর্শ গৃহিণী খুঁজে দীর্ঘস্থায়ী পারিবারিক জীবনযাপন করতে হলে বর-কনের বয়সের পার্থক্য হতে হবে কমপক্ষে পাঁচ বছর এবং তারা একইরকম পারিবারিক সংস্কৃতি থেকে উঠে আসতে হবে এবং মেয়েকে ছেলের তুলনায় বেশি বুদ্ধিমত্তাসম্পন্ন হতে হবে।

গবেষকরা আরও জানিয়েছেন, সুখী এবং দীর্ঘস্থায়ী দাম্পত্যে সামাজিকতার বিষয়গুলো গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাত্রী নির্বাচনের ক্ষেত্রে মেয়েদের শতকরা ১৭ ভাগ বেশি বুদ্ধিমত্তাসম্পন্ন হতে হবে এবং পড়াশোনার ক্ষেত্রে ছেলেদের চেয়ে কমপক্ষে একটি বেশি ডিগ্রিধারী হতে হবে।

গবেষণায় দেখা গেছে ফর্সা মেয়েদের তুলনায় শ্যামলা, উজ্জ্বল শ্যামলা কিম্বা কালো রং এর মেয়েরা স্বামী ও তার পরিবারের সদস্যদের বেশী ভক্তি করে।

গবেষণায় আরো দেখা গেছে স্বাস্থ্যবতী মেয়েরা শান্ত শিষ্ট ও ধর্য্যশীল হয় আর ক্ষীন স্বাস্থ্যের মেয়েরা খিটখিটে মেজাজের হয়।জানা গেছে, যে পাত্রীরা তুলনামূলক আলজেবরায় ভালো, তারা সাংসারিক দুঃখ সুখ শেয়ারিং এ ভালো, আর যারা পাটীগণিতে ভালো তারা কিছুটা স্বার্থান্বেষী ধরণের হয়।

আর জিওমেট্রিতে ভালো যারা, তাদের লোভ বেশী থাকে।

আর, যাদের গলার স্বর চিকন থাকে, তারা বেশ লাজুক ধরণের হয়, সুরেলা কন্ঠের অধিকারীরা স্বাধীনচেতা, এবং অল্প কিছুদিনে একঘেয়েমীতে ভোগে, মোটা কন্ঠের অধিকারীরা কিছুটা রাগি এবং গম্ভীরভাবের হয়। অনেকাংশে তাদের মন ভালো হয়ে থাকে, অনেক সময় থাকে না।

এছাড়াও, যেসব মেয়েরা খুব সামান্য কিছুতেই ভয় পায়, বা নোংরা দেখে খুব বেশী রিআ্যাক্ট করে এবং নাক সিঁটকায়, তাদের সাথে সম্পর্কের আগে বেশ ক’বার ভাববেন! কারণ তারা, বেশ আহ্লাদী এবং ডোমিনেটিং স্বভাবের হয়।

যারা খুব বেশি খুতখুতে, কাপড় কেনার সময়, ইউনিকনেস এবং দামী হওয়া যা কিনা স্ট্যটাস সিম্বলের প্রতীক, তাদের ক্ষেত্রে পরিবারের সদস্যদের সাথে মানবে কিনা, ভালো করে একবার ভেবে দেখবেন এ সব নিয়ম মেনে বিয়ে করলে শতকরা ২০ ভাগ সংসার সাধারণের তুলনায় বেশিদিন টিকে থাকার সম্ভাবনা থাকে।

তবে গবেষকরা জানিয়েছেন, বিয়ে বিষয়টি অনেকটাই টিম ওয়ার্ক এবং পারিবারিক ঐতিহ্যের বিষয়। তবে একজন আরেক জনের ওপর বেশি আধিপত্য দেখাতে গেলেই সর্বনাশ ঘটতে পারে।



আমার মনেহয় তাইলে আর বিয়া করা হইব না। হইলেও সংসার টিকবো না। Coz আমার মনেহয় না এমন ১৬ আনা ম্যাচ করা পাত্রি বাংলাদেশে আছে।

শনিবার, ২ জুন, ২০১২

Facebook এর ১২টি গোষ্ঠী

পসন্দ গোষ্ঠী : খালি লাইক মারে আর কোন এক্টিভিটি  নাই।
সুপ্রভাত গোষ্ঠী : সকালে দাঁত মেজেই লিখে ফেলে Good morning Friends...!!
 ক্রীড়াবিদ গোষ্ঠী : সারা দিন গেম খেলে আর অন্যদের Aps পাঠায়।
আজাইরা ধার্মিক  গোষ্ঠী : কথায় কথায় শুধু OMG করে (কিন্তু ধর্ম কর্মের নাম নাই)
পাকা চোরের গোষ্ঠী : অন্যের ওয়াল থেকে Status চুরি করে নিজের নামে চালায়।
না পসন্দ গোষ্ঠী : এদের কিছুই পসন্দ হয় না, সব কিছুতে ব্যাগরা বাধায়।
তৃতীয় বিশ্ব গোষ্ঠী : অকারনে নাম্বর অফ ফ্রেন্ডস বেড়েই চলেছে! কেন কে জানে।
বিন্দু গোষ্ঠী : অস্তিত্ত আছে অ্যাক্টিভিটি নেই। Like-Comments  কিছু দেয় না শুধু দেখেই যায়।
আপ-টু-ডেট গোষ্ঠী : মেহনবাগান গোল খেলে সেটা লেখে, নিজে মায়ের হাতে মাইর খেলেও লেখে...!
সেলিব্রেটি গোষ্ঠী : পাওলি দামকে Request পাঠিয়ে ৪৯৮৭-এ পেন্ডিং আছে।
লাং খাওয়া গোষ্ঠী : সারা বছর ভাল বাসাবাসি চলছে এমন সব ছবি পোষ্ট করে...!!
চো(ত-বর্গ)(ত-বর্গ) গোষ্ঠী : একবার সুযোগ পেলেই হয়। লিখে দিবে F**K... U ...!!